Please wait...
This is logo

নোটিশ
বিদায়ী শিক্ষককে দেয়া হলো গাড়ি ভর্তি উপহার

বিদায়ী শিক্ষককে দেয়া হলো গাড়ি ভর্তি উপহার

No Image Found

বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এস.এম দেলোয়ার হোসেনকে ছাত্র-ছাত্রীরা গাড়ি বোঝাই উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানায়। এসএম দেলোয়ার হোসেন পর্যায়ক্রমে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে এ বিদ্যালয়ে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা শেষে ১ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন। ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে মুক্ত মঞ্চে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হলে এতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের ঢল নামে। লেপ-তোষক, খাট-পালং, ড্রেসিং টেবিল, চেয়ার-টেবিল, ফাইল কেবিনের মোবাইল ফোন সেট, ইলেকট্রনিক্স ও বই-পুস্তক সামগ্রী থেকে শুরু করে নিত্য ব্যবহার্য বহু সামগ্রী দেয়া হলে তিনি ট্রাক বোঝাই করে উপহার সামগ্রী নিয়ে যান। বর্তমান প্রধান শিক্ষক মোঃ সেলিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম সরকার। বক্তব্য রাখেন সাবেক সরকারি কর্মকর্তা দীপক সাহা।